পঞ্চম অধ্যায় পাঠ-১৩ সাধারণ গাণিতিক সমস্যা সম্পর্কিত প্রোগ্রামসমূহ।


পঞ্চম অধ্যায় পাঠ-১৩ সাধারণ গাণিতিক সমস্যা সম্পর্কিত প্রোগ্রামসমূহ।


  • ১। দুইটি সংখ্যা ইনপুট নিয়ে যোগফল নির্নয় করার জন্য ‘সি’ প্রোগ্রামিং ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করতে পারবে।
  • ২। দুইটি সংখ্যা ইনপুট নিয়ে বিয়োগফল নির্নয় করার জন্য ‘সি’ প্রোগ্রামিং ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করতে পারবে।
  • ৩। দুইটি সংখ্যা ইনপুট নিয়ে গুণফল নির্নয় করার জন্য ‘সি’প্রোগ্রামিং ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করতে পারবে।
  • ৪। দুইটি সংখ্যা ইনপুট নিয়ে ভাগফল নির্নয় করার জন্য ‘সি’ প্রোগ্রামিং ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করতে পারবে।
  • ৫। সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রুপান্তরের প্রোগ্রাম তৈরি করতে পারবে।
  • ৬। ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রায় রুপান্তরের প্রোগ্রাম তৈরি করতে পারবে।
  • ৭। ত্রিভুজের ভুমি ও উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম তৈরি করতে পারবে।
  • ৮। ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a,b এবং c দেওয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম তৈরি করতে পারবে।
  • ৯। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্নয় করার প্রোগ্রাম তৈরি করতে পারবে।
  • ১০। বৃত্তের ক্ষেত্রফল নির্নয় করার প্রোগ্রাম তৈরি করতে পারবে।

১। দুইটি সংখ্যা ইনপুট নিয়ে যোগফল নির্নয় করার জন্য ‘সি’ প্রোগ্রামিং ভাষায় একটি প্রোগ্রাম। 
অনুশীলনঃ পাঁচটি সংখ্যা ইনপুট নিয়ে যোগফল নির্নয় করার প্রোগ্রাম তৈরি কর।

২। দুইটি সংখ্যা ইনপুট নিয়ে বিয়োগফল নির্নয় করার জন্য সি প্রোগ্রামিং ভাষায় একটি প্রোগ্রাম। 

৩। দুইটি সংখ্যা ইনপুট নিয়ে গুণফল নির্নয় করার জন্য সি প্রোগ্রামিং ভাষায় একটি প্রোগ্রাম।
অনুশীলনঃ পাঁচটি সংখ্যা ইনপুট নিয়ে গুণফল নির্নয় করার প্রোগ্রাম তৈরি কর।

৪। দুইটি সংখ্যা ইনপুট নিয়ে ভাগফল নির্নয় করার জন্য সি প্রোগ্রামিং ভাষায় একটি প্রোগ্রাম।
অনুশীলনঃ পাঁচটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের গড় নির্নয় করার প্রোগ্রাম তৈরি কর।

৫। সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রুপান্তরের প্রোগ্রাম। 
তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক- C/5 = F-32 / 9 = K-273 / 5
অনুশীলনঃ সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে কেলভিন স্কেলের তাপমাত্রায় রুপান্তরের প্রোগ্রাম তৈরি কর।

৬। ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রায় রুপান্তরের প্রোগ্রাম। 
তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক- C/5 = F-32 / 9 = K-273 / 5
অনুশীলনঃ ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে কেলভিন তাপমাত্রায় রুপান্তরের প্রোগ্রাম তৈরি কর।

৭। ত্রিভুজের ভুমি ও উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম লেখ।

৮। ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a,b এবং c দেওয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম।

৯। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্নয় করার প্রোগ্রাম।
অনুশীলনঃ সামান্তরিকের ক্ষেত্রফল নির্নয়ের প্রোগ্রাম লেখ।
অনুশীলনঃ বর্গের ক্ষেত্রফল নির্নয়ের প্রোগ্রাম লেখ।

১০। বৃত্তের ক্ষেত্রফল নির্নয় করার প্রোগ্রাম।

প্রশ্নের ধরণঃ
  • ১। কোন অ্যালগোরিদম বা ফ্লোচার্ট দেওয়া থাকলে তার প্রোগ্রাম লিখতে হতে পারে।
  • ২। কোন প্রোগ্রাম দেওয়া থাকবে তার ভূল নির্নয় এবং সমাধান করতে হতে পারে।

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top