পঞ্চম অধ্যায় পাঠ-১৩ সাধারণ গাণিতিক সমস্যা সম্পর্কিত প্রোগ্রামসমূহ।
- ১। দুইটি সংখ্যা ইনপুট নিয়ে যোগফল নির্নয় করার জন্য ‘সি’ প্রোগ্রামিং ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করতে পারবে।
- ২। দুইটি সংখ্যা ইনপুট নিয়ে বিয়োগফল নির্নয় করার জন্য ‘সি’ প্রোগ্রামিং ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করতে পারবে।
- ৩। দুইটি সংখ্যা ইনপুট নিয়ে গুণফল নির্নয় করার জন্য ‘সি’প্রোগ্রামিং ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করতে পারবে।
- ৪। দুইটি সংখ্যা ইনপুট নিয়ে ভাগফল নির্নয় করার জন্য ‘সি’ প্রোগ্রামিং ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করতে পারবে।
- ৫। সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রুপান্তরের প্রোগ্রাম তৈরি করতে পারবে।
- ৬। ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রায় রুপান্তরের প্রোগ্রাম তৈরি করতে পারবে।
- ৭। ত্রিভুজের ভুমি ও উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম তৈরি করতে পারবে।
- ৮। ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a,b এবং c দেওয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম তৈরি করতে পারবে।
- ৯। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্নয় করার প্রোগ্রাম তৈরি করতে পারবে।
- ১০। বৃত্তের ক্ষেত্রফল নির্নয় করার প্রোগ্রাম তৈরি করতে পারবে।
১। দুইটি সংখ্যা ইনপুট নিয়ে যোগফল নির্নয় করার জন্য ‘সি’ প্রোগ্রামিং ভাষায় একটি প্রোগ্রাম।
1
2
3
4
5
6
7
8
9
10
11
|
#include<stdio.h>
#include<conio.h>
main()
{
int a, b, c;
printf(“ Enter Two numbers: “);
scanf(“%d %d”,&a,&b);
c = a+b;
printf("Summation = %d",c);
getch();
}
|
অনুশীলনঃ পাঁচটি সংখ্যা ইনপুট নিয়ে যোগফল নির্নয় করার প্রোগ্রাম তৈরি কর।
২। দুইটি সংখ্যা ইনপুট নিয়ে বিয়োগফল নির্নয় করার জন্য সি প্রোগ্রামিং ভাষায় একটি প্রোগ্রাম।
1
2
3
4
5
6
7
8
9
10
11
|
#include<stdio.h>
#include<conio.h>
main()
{
int a, b, c;
printf(“ Enter Two numbers: “);
scanf(“%d %d”,&a,&b);
c = a-b;
printf("Subtraction= %d",c);
getch();
}
|
৩। দুইটি সংখ্যা ইনপুট নিয়ে গুণফল নির্নয় করার জন্য সি প্রোগ্রামিং ভাষায় একটি প্রোগ্রাম।
1
2
3
4
5
6
7
8
9
10
11
|
#include<stdio.h>
#include<conio.h>
main()
{
int a, b, c;
printf(“ Enter Two numbers: “);
scanf(“%d %d”,&a,&b);
c= a*b;
printf("Multiplication= %d", c);
getch();
}
|
অনুশীলনঃ পাঁচটি সংখ্যা ইনপুট নিয়ে গুণফল নির্নয় করার প্রোগ্রাম তৈরি কর।
৪। দুইটি সংখ্যা ইনপুট নিয়ে ভাগফল নির্নয় করার জন্য সি প্রোগ্রামিং ভাষায় একটি প্রোগ্রাম।
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
|
#include<stdio.h>
#include<conio.h>
main()
{
int a, b;
float c;
printf("Enter Two numbers: ");
scanf("%d %d",&a,&b);
c= a/b;
printf("Division= %f",c);
getch();
}
|
অনুশীলনঃ পাঁচটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের গড় নির্নয় করার প্রোগ্রাম তৈরি কর।
৫। সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রুপান্তরের প্রোগ্রাম।
তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক- C/5 = F-32 / 9 = K-273 / 5
1
2
3
4
5
6
7
8
9
10
11
|
#include<stdio.h>
#include<conio.h>
main()
{
int c, f;
printf("Enter celcious temperature :");
scanf("%d",&c);
f=9*c/5+32;
printf("Ferhenheight temperature:%d”,f);
getch();
}
|
অনুশীলনঃ সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে কেলভিন স্কেলের তাপমাত্রায় রুপান্তরের প্রোগ্রাম তৈরি কর।
৬। ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রায় রুপান্তরের প্রোগ্রাম।
তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক- C/5 = F-32 / 9 = K-273 / 5
1
2
3
4
5
6
7
8
9
10
11
|
#include<stdio.h>
#include<conio.h>
main()
{
int c, f;
printf("Enter Ferenheight temperature :");
scanf("%d",&f);
c=5*(f-32)/9;
printf("Celcious temperature:%d”,c);
getch();
}
|
অনুশীলনঃ ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে কেলভিন তাপমাত্রায় রুপান্তরের প্রোগ্রাম তৈরি কর।
৭। ত্রিভুজের ভুমি ও উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম লেখ।
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
|
#include<stdio.h>
#include<conio.h>
main()
{
int b,h;
float area;
printf("Enter Base & Height:");
scanf("%d %d",&b,&h);
area=.5*b*h;
printf("\nThe area is %.2f",area);
getch();
}
|
৮। ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a,b এবং c দেওয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম।
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
|
#include<stdio.h>
#include<conio.h>
#include<math.h>
main()
{
int a, b, c;
float s, area;
printf("Enter three integer values:");
scanf("%d %d %d", &a,&b,&c);
s = (a + b + c)/2;
area = sqrt(s*(s-a)*(s-b)*(s-c));
printf("Area of triangle is = %f", area);
getch();
}
|
৯। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্নয় করার প্রোগ্রাম।
1
2
3
4
5
6
7
8
9
10
11
|
#include<stdio.h>
#include<conio.h>
main()
{
int l,w,area;
printf("Enter the length & width: ");
scanf("%d %d",&l,&w);
area=l*w;
printf("\nThe area is %d",area);
getch();
}
|
অনুশীলনঃ সামান্তরিকের ক্ষেত্রফল নির্নয়ের প্রোগ্রাম লেখ।
অনুশীলনঃ বর্গের ক্ষেত্রফল নির্নয়ের প্রোগ্রাম লেখ।
১০। বৃত্তের ক্ষেত্রফল নির্নয় করার প্রোগ্রাম।
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
|
#include<stdio.h>
#include<conio.h>
main ( )
{
int r;
float area;
printf ("Enter integer value for radius:");
scanf ("%d", &r) ;
area = 3.1416*r*r;
printf("\n Area of circle =%f", area);
getch();
}
|
প্রশ্নের ধরণঃ
- ১। কোন অ্যালগোরিদম বা ফ্লোচার্ট দেওয়া থাকলে তার প্রোগ্রাম লিখতে হতে পারে।
- ২। কোন প্রোগ্রাম দেওয়া থাকবে তার ভূল নির্নয় এবং সমাধান করতে হতে পারে।