পঞ্চম অধ্যায় পাঠ-১৭ লুপ কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কিত প্রোগ্রাম সমূহ।


পঞ্চম অধ্যায় পাঠ-১৭ লুপ কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কিত প্রোগ্রাম সমূহ।


এই পাঠ শেষে যা যা শিখতে পারবে-

  • ১। ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যা দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে।
  • ২। ১ থেকে n পর্যন্ত সংখ্যা দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে।
  • ৩। ১ থেকে ১০ এর মধ্যে অবস্থিত বিজোড় সংখ্যাগুলো দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে।
  • ৪। ১ থেকে n এর মধ্যে অবস্থিত বিজোড়  সংখ্যাগুলো দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে।
  • ৫। ১ থেকে ১০ এর মধ্যে অবস্থিত জোড় সংখ্যাগুলো দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে।
  • ৬। ১ থেকে n এর মধ্যে অবস্থিত জোড়  সংখ্যাগুলো দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে।
  • ৭। ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা গুলোর যোগফল দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে।  অথবা
    • ১+২+৩+৪+ – – – – -+১০০ ধারার যোগফল দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে।
  • ৮। ১ থেকে n পর্যন্ত সংখ্যা গুলোর যোগফল দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে।  অথবা
    • ১+২+৩+৪+ – – – – -+n ধারার যোগফল দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে।
  • ৯। ১ থেকে ১০০ এর মধ্যে অবস্থিত বিজোড়  সংখ্যা গুলোর যোগফল দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে।  অথবা
    • ১+৩+৫+ – – – – -+১০০ ধারার যোগফল দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে।
  • ১০। ১ থেকে n এর মধ্যে অবস্থিত বিজোড়  সংখ্যা গুলোর যোগফল দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে।  অথবা
    • ১+৩+৫+ – – – – -+n ধারার যোগফল দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে।
  • ১১। ১ থেকে ১০০ এর মধ্যে অবস্থিত জোড়  সংখ্যা গুলোর যোগফল দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে।  অথবা
    • ২+৪+৬+ – – – – -+১০০ ধারার যোগফল দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে।
  • ১২। ১ থেকে n এর মধ্যে অবস্থিত জোড়  সংখ্যা গুলোর যোগফল দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে।  অথবা
    • ২+৪+৬+ – – – – -+n ধারার যোগফল দেখানোর প্রোগ্রাম লিখতে পারবে।

১। ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যা দেখানোর প্রোগ্রাম। অথবা 
    ১  ২  ৩  ৪  ৫  ৬  ৭  ৮  ৯  ১০ ধারাটি তৈরির প্রোগ্রাম

২। ১ থেকে n পর্যন্ত সংখ্যা দেখানোর প্রোগ্রাম। অথবা 
     ১  ২  ৩  ৪  ৫  – – – – – n ধারাটি তৈরির প্রোগ্রাম।

৩। ১ থেকে ১০ এর মধ্যে অবস্থিত বিজোড় সংখ্যাগুলো দেখানোর প্রোগ্রাম। অথবা 
    ১  ৩  ৫  ৭  ৯  ধারাটি তৈরির প্রোগ্রাম।

৪। ১ থেকে n এর মধ্যে অবস্থিত বিজোড়  সংখ্যাগুলো দেখানোর প্রোগ্রাম। অথবা 
   ১  ৩  ৫  ৭ – – –n ধারাটি তৈরির প্রোগ্রাম।

৫। ১ থেকে ১০ এর মধ্যে অবস্থিত জোড় সংখ্যাগুলো দেখানোর প্রোগ্রাম। অথবা
    ২  ৪  ৬  ৮  ১০ ধারাটি তৈরির প্রোগ্রাম।



নিজে সমাধান কর
১। ৫  ৯  ১৩  ১৭ – – – – n ধারাটি তৈরির প্রোগ্রাম।
২। ১  ৪  ৯  ১৬ ২৫ – – – – n ধারাটি তৈরির প্রোগ্রাম।
৩। ১  ৮ ২৭ ৬৪ – – – – n ধারাটি তৈরির প্রোগ্রাম।
৪। ১  ৪  ২৭  ২৫৬ – – – – n ধারাটি তৈরির প্রোগ্রাম।
৫। ১ থেকে n এর মধ্যে অবস্থিত বিজোড়  সংখ্যা গুলোর যোগফল নির্নয়ের প্রোগ্রাম।
অথবা  ১+৩+৫+- – – – -+ n ধারার যোগফল নির্নয়ের প্রোগ্রাম।
৬। ১ থেকে n এর মধ্যে অবস্থিত জোড়  সংখ্যা গুলোর যোগফল নির্নয়ের প্রোগ্রাম।
অথবা ২+৪+৬+ – – – – -+ n ধারার যোগফল নির্নয়ের প্রোগ্রাম।
৭। ১+২+৩+৪+ – – – – -+ n ধারার যোগফল নির্নয়ের প্রোগ্রাম।
৮। ১+২+৩+৪+- – – – -+ n ধারার যোগফল নির্নয়ের প্রোগ্রাম।
৯। ১+২+৩+৪+ – – – – -+ nn ধারার যোগফল নির্নয়ের প্রোগ্রাম।

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top