তৃতীয় অধ্যায় পাঠ-১৪ লজিক ফাংশন থেকে লজিক সার্কিট ও লজিক সার্কিট থেকে লজিক ফাংশন তৈরি।
এই পাঠ শেষে যা যা শিখতে পারবে-
- ১। লজিক ফাংশন থেকে লজিক সার্কিট তৈরি করতে পারবে।
- ২। লজিক সার্কিট থেকে লজিক ফাংশন তৈরি করতে পারবে।
লজিক ফাংশন থেকে লজিক সার্কিট তৈরি করার ক্ষেত্রে নিমোক্ত নিয়ম বা ক্রম মানা হয়ঃ
- ১। প্রথমত, ফাংশনে যতগুলো চলক আছে তাদের কমন লাইন তৈরি করতে হবে।
- ২। দ্বিতীয়ত, বন্ধনীর “()” ভিতরের কাজগুলো করতে হবে।
- ৩। তৃতীয়ত, বামদিক থেকে ফাংশনের মৌলিক অপারেশনগুলো NOT, AND, OR এর কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করতে হবে।